ভারতের মাটিতে সেই যুদ্ধ যে কঠিন হতে চলেছে, এমনটি বিশ্বাস করেন সাকিব। কিন্তু তিনি বেশি ভাবছেন, টিমের প্রতি নিজ অবদান নিয়ে।
সাকিব আরও বলেন, ‘তাই একটা টিম তখনই পারফর্ম করতে পারবে যখন প্রত্যেকে ভালো করবে। প্রত্যেকে অবদান রাখবে। কোনও একটা বিভাগের উপর নির্ভর করে একটা টিম চলতে পারে না। নিউজিল্যান্ডে কোনও দিন আমরা ভালো ব্যাট করেছিলাম। কোনও দিন আবার বল ভালো করেছিলাম। কিন্তু দু’টো একসঙ্গে ভাল হয়নি। ’
ব্যাপারটা হলো ভারতীয় স্পিনের প্রধান ভরসা যে রকম অশ্বিন, বাংলাদেশের ঠিক তেমনই সাকিব। কিন্তু সাকিব কোনও প্রতিদ্বন্দ্বিতায় মানতে নারাজ, ‘আমাদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই। আমার তরফ থেকে নেই। মনে হয় না অশ্বিনের তরফ থেকেও আছে বলে। আসলে কেউ ও রকম ভাবে না। ও নিজের ক্ষেত্রে ভাল করার চেষ্টা করছে, আমি আমার দিকটায়। আমি যত ভাল করব, টিমের তত ভাল। ’
‘অশ্বিন গত দু’তিন বছর ধরে অসাধারণ বল করছে। অশ্বিনের নিয়ন্ত্রণই বাকিদের চেয়ে ওকে আলাদা করে দিয়েছে। ওই কন্ট্রোল আর আত্মবিশ্বাসের কারণেই অশ্বিন এখন এক নম্বর। ’-যোগ করেন সাকিব
এদিকে সাকিব যেমনি অশ্বিনকে শ্রদ্ধা করছেন তেমনি মেহদি হাসান মিরাজ আবার ভারতীয় তারকার থেকে টিপস নিতে চান। দেশ ছাড়ার আগে মিরাজ বলেও দিয়েছেন যে, টেস্ট শেষে বসবেন অশ্বিনের সঙ্গে। টিপস নেবেন। ভালো করে দেখবেন, ম্যাচে অশ্বিন কীভাবে বল করেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস