গত নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরি সঙ্গী করে দেশ ফেরেন ইমরুল। প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলতে গিয়ে ফের ইনজুরিতে পড়েছেন তিনি।
এর আগে গত বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগার স্কোয়াডে পরিবর্তন আসে। টপঅর্ডার ইমরুল কায়েসের জায়গায় এসেছিলেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। সে ডাকেই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শুরু হয় মোসাদ্দেক হোসেন সৈকতের।
ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছিলেন ইমরুল। স্বাগতিক ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হন সৌম্য সরকার।
স্বাগতিকদের ব্যাটিংয়ের সয় ফিল্ডিং করতে গিয়ে পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠে ইমরুলের। ফিল্ডিং করার সময় বাঁ-পায়ের উরুতে ব্যথা পান তিনি।
এর আগে ওয়েলিংটন টেস্টে রান নিতে গিয়ে ডাইভ দিয়ে বাঁ-পায়ের উরুতে ব্যথা পান ইমরুল। পরে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ থেকে হাসপাতালেও যেতে হয়েছিল ইমরুলকে। ইনজুরি শঙ্কা থাকায় ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারেননি তিনি। এর মাঝে ফিল্ডিং করতে গিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খেলে ব্যথা পেয়েছিলেন ইমরুল।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি/এইচএল