ইমার্জিং এশিয়া কাপের আসর বাংলাদেশে
এশিয়ার আট জাতির অংশগ্রহণে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট। ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৬ মার্চ পর্যন্ত।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টুর্নামেন্টের বিস্তরিত তুলে ধরে পাপন বলেন, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, আরব আমিরাত ও হংকংকে নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
টেস্ট খেলুড়ে চারটি দেশ ছাড়া সহযোগি চারটি দেশের অনূর্ধ্ব-২৩ দলের প্লেয়াররা খেলবেন এই টুর্নামেন্টে। তবে টেস্ট খেলুড়ে দেশগুলো নিজ নিজ দলে জাতীয় দলের চারজন প্লেয়ার নিতে পারবে। ’
টুর্নামেন্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।