ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাইজুলের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
তাইজুলের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা ছবি: সংগৃহীত

টাইগার স্পিনার তাইজুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। বাঁহাতি এই স্পিনার ১৯৯২ সালের ০৭ ফেব্রুয়ারি নাটোরে জন্ম নিয়েছিলেন।

অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়ে তাইজুল জানান দিয়েছিলেন নিজের আগমন বার্তা। অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর কিংসটনে তাইজুল ৫ উইকেট তুলে নেন।

পরের ম্যাচে আরও তিনটি উইকেট দখল করেন তিনি।

একই বছর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজে তুলে নিয়েছিলেন ৯ উইকেট। সিরিজের পরের ম্যাচে খুলনায় তুলে নিয়েছিলেন আরও ৬ উইকেট। খুলনায় ২০১৫ সালেও পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন ৬ উইকেট।

১১ টেস্ট খেলা তাইজুলের ঝুলিতে আছে ৪৩ উইকেট।

বাংলাদেশি এই তারকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘তিনি এমন ক্রিকেটার, যিনি বাংলাদেশি বোলারদের মধ্যে বেস্ট বোলিং ফিগার ধারণ করছেন। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাত্র ৩৯ রান দিয়ে তিনি আট উইকেট নিয়ে রেকর্ড গড়েন। একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে ওয়ানডে অভিষেকে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক গড়েন তিনি। শুভ জন্মদিন তাইজুল ইসলাম। ’

টাইগারদের অন্যতম সদস্য হিসেবে ভারত সফরে রয়েছেন তাইজুল। প্রস্তুতি ম্যাচে বাকি বোলারদের ব্যর্থতার দিনেও এই স্পিনার তুলে নিয়েছিলেন তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।