টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইউল্যাব। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯০ রান করে দলটি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার “দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট” প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস প্রেসিডেন্ট ডঃ কাজী আনিস আহমেদ। ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে “দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ” এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য মিস জুদিথা ওলমাখার, উপ উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ পুরষ্কার বিতরণ করেন। এ সময় সহ শিক্ষক-কর্মকর্তাসহ উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন।
এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করছে ১২ টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ইউল্যাব আশা করে, এ উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাব এরই প্রতিযোগিতার মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ পায়। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস