যদিও দ্বিতীয়বারের মতো টেস্টে প্রতিপক্ষ হিসেবে টাইগারদের পেয়েছেন ২৮ বছর বয়সী কোহলি। এর আগে ফতুল্লায় ২০১৫ সালের জুনে বৃষ্টিবিঘ্নিত ড্র ম্যাচটিতে ১৪ রান করেছিলেন ক্যাপ্টেন অব টিম ইন্ডিয়া।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখনো পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হয়নি কোহলির। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরি তিনটি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ছয়বার সেঞ্চুরি (১২ ম্যাচ) উদযাপন করেছেন।
বাকি ছয়টি সেঞ্চুরির মধ্যে তিনটি নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক হাঁকিয়েছেন ১টি করে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম