ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে শুভাগতর স্পিন যাদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিকেএসপিতে শুভাগতর স্পিন যাদু ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)’র তৃতীয় রাউন্ডের প্রথম দিনের ম্যাচে শুভাগত হোমের দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো দক্ষিণাঞ্চল। তার যাদুকরী স্পিন ঘূর্ণিতে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থাকা দলটি।

বল হাতে শুভাগত হোম তুলে নিয়েছেন ছয়টি উইকেট।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নামে মধ্যাঞ্চল।

প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপরে চড়াও হন শুভাগত। দলীয় ৫১ রানে ফিরিয়ে দেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (১৯), ফজলে মাহমুদ (১৪) ও এনামুল হক বিজয়কে (১০)।

এরপর ব্যক্তিগত ৩০ রানে আল আমিনকে সাদমান ইসলামের হাতে তুলে নিয়ে নিজের চতুর্থ উইকেটের দেখা পান। শুভাগতর পঞ্চম শিকার ছিলেন জিয়াউর রহমান। ব্যক্তিগত ০ রানে তাকে মার্শাল আইয়ুবের ক্যাচে পরিণত করেন।

আর অধিনায়ক আব্দুর রাজ্জাককে ব্যক্তিগত ৫ রানে নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করিয়ে দেখা পান ষষ্ঠ উইকেটের।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।