ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেটিং কমলেও আগের অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
রেটিং কমলেও আগের অবস্থানে বাংলাদেশ তালিকায় আগের নবম স্থানেই থাকছে মুশফিকের দল

বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি দলীয় র‌্যাংকিং প্রকাশ করেছে। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ভারতের এক রেটিং পয়েন্ট বাড়লেও বাংলাদেশের এক রেটিং পয়েন্ট কমেছে।

সাদা পোশাকে রেটিং পয়েন্ট কমলেও তালিকায় আগের নবম স্থানেই থাকছে মুশফিকের দল।

শীর্ষে রয়েছে বিরাট কোহলির ভারত।

বাংলাদেশকে ২০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট যোগ হওয়ায় তাদের বর্তমান পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০৯ আর তিনে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৭।

এদিকে, চার থেকে আট নম্বরে থাকা বাকিদের পয়েন্ট যথাক্রমে ইংল্যান্ড ১০১, নিউজিল্যান্ড ৯৮, পাকিস্তান ৯৭, শ্রীলঙ্কা ৯২ আর ওয়েস্ট ইন্ডিজ ৬৯। বাংলাদেশের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১। ফলে, ক্যারিবীয়ানদের থেকে টেস্টে টাইগারদের ব্যবধান বেড়ে দাঁড়ালো ৮ রেটিং পয়েন্ট।

দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ০৫।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।