হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে করেন ২২ রান।
ব্যাটিংয়ের এই তালিকায় শীর্ষ চারে চার দেশের টেস্ট দলপতি। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এক নম্বরে। আর দুইয়ে ভারতের দলপতি বিরাট কোহলি। তিন নম্বরে ইংল্যান্ডের নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক জো রুট। চারে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
এদিকে, ৩০তম স্থানে রয়েছে টাইগারদের টপঅর্ডার মুমিনুল হক। ৩২ নম্বরে ওপেনার তামিম ইকবাল। তামিমের পরের স্থানটি দখল করেছেন মুশফিকুর রহিম। টাইগার দলপতি ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা টেস্ট র্যাংকিং স্পর্শ করলেন। হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে বুক চিতিয়ে লড়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ক্যারিয়ার সেরা টেস্ট র্যাংকিং স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। ৫ ধাপ এগিয়ে তিনি ৪৫ নম্বরে।
এদিকে, বোলার ক্যাটাগরিতেও টাইগারদের হয়ে এগিয়ে সাকিব। ৬৫৮ রেটিং নিয়ে তিনি ১৫ নম্বরে অবস্থান করছেন। তবে, নেমে গেছেন একধাপ নিচে। দুইধাপ এগিয়ে ৩৬ নম্বরে টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দশধাপ এগিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ১০৬ নম্বরে অবস্থান করছেন তিনি। ৫ ধাপ নিচে নেমে মেহেদি হাসান মিরাজ অবস্থান করছেন ৪০ নম্বরে। আর ৯ ধাপ অবনমনে কামরুল ইসলাম রাব্বি নেমে গেছেন ৮৯ নম্বরে।
বোলারদের তালিকায় শীর্ষে ভারতের রবীচন্দ্রন অশ্বিন। দুইয়ে তারই স্বদেশি রবীন্দ্র জাদেজা। তিন নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি