ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে মুক্ত স্যামুয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
বোলিংয়ে মুক্ত স্যামুয়েলস মারলন স্যামুয়েলস/ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে ফিরতে মারলন স্যামুয়েলসের আর কোনো বাধা নেই। ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ডিসেম্বরে ১২ মাসের জন্য তাকে বোলিংয়ে নিষিদ্ধ করেছিল আইসিসি।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই বোলিং অ্যাকশন পূনর্মূল্যায়নের সুযোগ পান ৩৬ বছর বয়সী স্যামুয়েলস। গত ২৯ জানুয়ারি আইসিসি অনুমোদিত ইংল্যান্ডের পরীক্ষা কেন্দ্রে ক্যারিবীয় তারকার বোলিং অ্যাকশন টেস্ট করা হয়।

রিপোর্টে বলা হয়, অফস্পিন ডেলিভারির সময় স্যামুয়েলসের কনুই ১৫ ডিগ্রির মধ্যে থাকে।

যদি আম্পায়াররা কোনো ক্রুটি খুঁজে পান আবারো অভিযোগ করতে পারবেন। আইসিসি বোলিং অ্যাকশন আরও বিশ্লেষন করে দেখবে। আম্পায়ারদের স্যামুয়েলসের সবশেষ বোলিং অ্যাকশনের ছবি ও ভিডিও ফুটেজ সরবরাহ করা হবে। যা ম্যাচ চলাকালীন তার বোলিং অ্যাকশন যাছাইয়ে কাজে আসবে।

সবশেষ গত বছরের সেপ্টেম্বর-নভেম্বরে আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন স্যামুয়েলস। কিন্তু, এরপর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েন এ অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। অ্যান্টিগায় আগামী ৩ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।