ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাকৃবিতে আন্ত‍ঃলেভেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
বাকৃবিতে আন্ত‍ঃলেভেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল বাকৃবিতে আন্ত‍ঃলেভেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ম‍াৎস্যবিজ্ঞান অনুষদের আন্তঃলেভেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষ ও দ্বিতীয় বর্ষের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


 
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৯৬ রান সংগ্রহ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। জবাবে ৯ উইকেট বাকী রেখে নির্ধারিত রান অর্জন করে বিজয় ছিনিয়ে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৫৯ রান করে ম্যান অব দ্যা ফাইনাল হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন।

খেলা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। এসময় অনুষদীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।