ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে রোমাঞ্চকর নাটকে জয়ী ভারতীয় মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ফাইনালে রোমাঞ্চকর নাটকে জয়ী ভারতীয় মেয়েরা ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ বলের রোমাঞ্চকর নাটকে এক উইকেটের জয় পেয়েছে ভারতীয় নারী দল। ফাইনালে টিম ইন্ডিয়ার মেয়েরা হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের।

কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রোটিয়া নারীরা ৪৯.৪ ওভারে ২৪৪ রান তোলে। জবাবে, শেষ বলে জয় তুলে নেয় ৯ উইকেট হারানো ভারতীয়রা।

প্রোটিয়াদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ডু প্রেজ। এছাড়া, ওপেনার লিজেল লি ৩১ বলে তিনটি করে চার ও ছক্কায় করেন৩৭ রান। ৩৭ রান আসে দলপতি ভ্যান নিকার্কের উইলো থেকে। ৩৫ রানে ফেরেন সুন লুস।

.২৪৫ রানের টার্গেটে ভারতের হয়ে ওপেনার মোনা মেশরাম ৫৯ রান করেন। আরেক ওপেনার থিরুশ কামিনী করেন ১০ রান। তিন নম্বরে নামা দিপ্তী শর্মা ৭১ রানে দারুণ এক ইনিংস খেলেন। কৃষণামূর্তির ব্যাট থেকে আসে ৩১ রান। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৯ রানের।

শেষ ওভারের প্রথম বলে ডাবল রান নিতে গিয়ে পুনম যাদব রানআউট হন। পরের তিন বল ডট হলে জয়ের আশা জাগে প্রোটিয়াদের। তবে, পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা নিভিয়ে দেন ভারতের দলপতি হারমানপ্রিত কাউর। শেষ বলে আরও দুই রানের প্রয়োজন হলে কাউর সেটিও তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। কাউর ৪১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।