ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা মিশনে উড়াল দিল টাইগাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
শ্রীলঙ্কা মিশনে উড়াল দিল টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৯০ নম্বর ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তিন ঘণ্টা ভ্রমন শেষে শ্রীলঙ্কা পৌঁছানোর কথা।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সিরিজের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচটি খেলবে সফরকারীরা।



তিন দিন বিরতির পর ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে কলম্বোর পি সারা ওভালে।

টেস্ট সিরিজ শেষে কলম্বোতে ২২ মার্চ অনুষ্ঠিত হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এর দুই দিন বিরতির পর ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
 
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
 
এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ আপডেট: ১৪২৫ ঘণ্টা
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।