আর সেটি হলো তাসকিনের গতি। গতি দিয়েই তাসকিন স্বাগতিকদের বিপক্ষে দলকে ভালো কিছু উপহার দিতে পারবেন বলে মনে করেন শাহাদাত।
শনিবার (৪ মার্চ) মিরপুর একাডেমি মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাসকিনকে নিয়ে এমন আশাবাদ ব্যক্ত শাহাদাত জানান, ‘আমাদের পেস আক্রমণটা বেশ ভারসাম্যপূর্ণ। রুবেল, মোস্তাফিজ, তাসকিন, কামরুল, শুভাশীষ; ওরা সবাই ভালো বোলার। তবে আমি মনে করি মূল ফোকাসটি থাকবে তাসকিনের উপর। সে খুবই ভালো বোলার এবং অনেক জোরে বল করে। ’
গতিময় বোলিংয়ের পাশাপাশি সম্প্রতি নিউজিল্যান্ড ও ভারত সিরিজে তাসকিনের বোলিং নিয়েও প্রশংসা করেন এই ডানহাতি পেসার। সদ্য সমাপ্ত দুটি সিরিজেই অবশ্য প্রশংসা করার মতো বোলিংই করেছেন তাসকিন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টে তুলে নিয়েছেন ৩ উইকেট। এর আগে নিউজিল্যান্ড সফরেও বোলিং ধার অব্যাহত রেখে দুই ম্যাচে তুলেছিলেন দুটি উইকেট।
আর শ্রীলঙ্কা সফরে গিয়ে দলটির বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তুলে নিয়েছেন ৩টি উইকেট। কাজেই প্রশংসাটা তাসকিনের প্রাপ্যই। শাহাদাত জানান, ‘নিউজিল্যান্ড ও ভারতে সে খুবই ভালো বোলিং করে এসেছে। ’
গণমাধ্যমের সামনে এসময় শ্রীলঙ্কা সিরিজকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে শাহাদাত আরও বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ওখানে অনেক ভালো করবো। কেননা এর আগে ওদের দলে যেসব লিজেন্ড ব্যাটসম্যান ছিল যেমন; সাঙ্গাকারা, মাহেলা। এখন আর ওই রকম ব্যাটসম্যান নেই। যারা আছে সবাই তরুণ। ওদের চেয়ে বরং আমাদের দলই বেশি ভারসাম্যপূর্ণ। কেননা আমাদের দলে সিনিয়র প্লেয়ারদের সংখ্যা বেশি। আমাদের দলই বেশি অভিজ্ঞ। কাজেই এই সিরিজে ভালো কিছুই হবে। ’
আগামী ৭ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৪ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি