এ প্রতিবেদন লেখা অবধি অজিরা ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে তুলেছে ৯০ রান। উইকেটে ৪২ রান নিয়ে অপরাজিত রয়েছেন ওপেনার ম্যাট রেনশ এবং ৩ রান নিয়ে আছেন শন মার্শ।
এর আগে বিনা উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৩৩ রান। ওপেনিং জুটি থেকে ওয়ার্নার-রেনশ তুলে নেন ৫২ রান। তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথ ফেরেন ৮ রান করে। অজি অধিনায়ক জাদেজার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৮২ রানের মাথায় সফরকারীরা দুই উইকেট হারায়।
পুনেতে অজি স্পিনার স্টিভ ও’কিফের ঘূর্ণিতে নাকাল হতে হয়েছিল, ঘুরে দাঁড়ানোর ম্যাচে এবার ভারতকে নাকানিচুবানি দিয়েছে আরেক অজি স্পিনার নাথান লিওন। লিওনের ঘূর্ণিতে ৭১.২ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস। লিওন একাই আটটি উইকেট দখল করেন।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। দলীয় ১১ রানে ওপেনার অভিনব মুকুন্দের (০) উইকেট হারায় স্বাগতিকরা। এরপর চেতশ্বর পুজারার (১৭) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। আবারো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন দলপতি কোহলি। বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। টানা তিন ইনিংসে (প্রথম টেস্টে ০, ১৩) হাসেনি কোহলির ব্যাট। দলীয় ১১৮ রানের মাথায় রাহানেকে (১৭) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন লিওন। ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন করুন নায়ার (২৬)।
তৃতীয় ও শেষ সেশনে নামার পর পরই বিদায় নেন রবীচন্দ্রন অশ্বিন (৭)। এরপর দ্রুত ফেরেন রিদ্ধিমান সাহা। দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন রবীন্দ্র জাদেজা। উইকেটে টিকে থেকে একাই লড়াই চালিয়ে যাওয়া ওপেনার লোকেশ রাহুলকেও বিদায় করেন লিওন। শতক থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হন রাহুল। ৯০ রানের ইনিংস খেলার পথে রাহুল ২০৫ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডারি হাঁকান। ৭১.১ ওভারে রাহুল বিদায় নিলে শেষ ব্যাটসম্যান হিসেবে আসেন ইশান্ত শর্মা। নিজের প্রথম বলেই লিওনকে উইকেট দিতে বাধ্য করেন ইশান্ত। ফলে, ভারতীয় আট ব্যাটসম্যানকে একাই বিদায় করেন লিওন।
লিওন ২২.২ ওভারে ৪ মেডেন নিয়ে ৫০ রানের বিনিময়ে তুলে নেন আটটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন স্টার্ক ও স্টিভ ও’কিফ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরপি