ভারত ইনিংসে এমন ধসের পেছনে কাজ করেন দুই অজি পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। এদিনের ৬ উইকেটের ৫টিই তুলে নেন তারা।
রাহানের সঙ্গে ১১৮ রানের জুটি গড়া চেতশ্বর পুজারাও হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেন। হ্যাজেলউডের বলে শিকার হন ‘নার্ভাস নাইনটির’। ২২১ বল মোকাবেলায় সাতটি চারের সাহায্যে ৯২ করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে রবিচন্দ্রন অশ্বিনকে সরাসরি বোল্ড করেন এ ডানহাতি বোলার। এক ওভার পরেই আবার তুলে নেন উমেশ যাদবকে।
শেষ উইকেট জুটিতে ইশান্ত শর্মাকে নিয়ে কিছুটা লড়াই করেন উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ। তবে প্রথম টেস্টের নায়ক স্পিনার স্টিভ ও’কিফ শন মার্শের ক্যাচে ফেরান ইশান্তকে। ঋদ্ধি ২০ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে মোট ৬ উইকেট তুলে নেন হ্যাজেলউড। দুটি করে উইকেট পান স্টার্ক ও ও’কিফ।
এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রান করে। জবাবে অজিরা ২৭৬ রান করে ৮৭ রানের লিড পায়।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৭
এমএমএস