সাইফ জানান, ‘ইমার্জিং কাপের পরে প্রিমিয়ার লিগ আছে। এখানে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে জাতীয় দলে আসার পথ সহজ হবে।
এবারের ঘরোয়া ক্রিকেটে সাইফের পারফরমেন্স ছিল উল্লেখ করার মতোই। এনসিএলে ঢাকা বিভাগের হয়ে খেলেছেন ২০৪ রানের এক মহাকাব্যিক ইনিংস। আছে ১০৯ রানের আরও একটি ইনিংস। তবে বিসিএলে কোনো শতকের দেখা পাননি। সেটা করতে না পারলেও পুরো লিগেই ছিলেন বেশ ধারাবাহিক। খেলেছেন ৯৩, ৭০, ৬৩, ৫০ রানের ধারাবাহিক এক একটি ইনিংস।
আর এমন ইনিংসের বলেই সাইফ বলীয়ান হওয়ার সাহস করছেন ইমার্জিং এশিয়া কাপের আসরেও। এই টুর্নামেন্টটিকে তিনি দেখছেন দেশের প্রতিনিধিনিত্ব করার একটি প্ল্যাটফর্ম হিসেবেও।
‘অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের পর নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এটাও আরেকটি প্ল্যাটফর্ম। যদি আমি ভালো করতে পারি সেটা দল ও দেশের জন্যও ভালো। সেই লক্ষ্যেই আমরা সবাই মনোযাগ দিয়ে অনুশীলন করছি। আশা করছি ফলাফলটা আমাদের পক্ষেই যাবে। ’
ইমার্জিং কাপে ম্যাচ বাই ম্যাচ খেলাই সাইফের প্রাথমিক লক্ষ্য, ‘এখানে আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। দলের পরিকল্পনানুযায়ী খেলতে পারাটাই আমার লক্ষ্য থাকবে। ’
এশিয়ার আট ক্রিকেট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে আগামী ২৭ মার্চ থেকে দেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি