সাদা জার্সিতে মিরাজ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আগেই। ওয়ানডে স্কোয়াডেও প্রথম দিকে ছিলেন না মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচে (অভিষেক ম্যাচ) ৪৩ রানে নিয়েছিলেন দুটি উইকেট। পরের ম্যাচে ৫০ রানের বিনিময়ে তিনি নেন একটি উইকেট। আর সিরিজের শেষ ম্যাচে ৪৯ রানে তুলে নেন আরও একটি উইকেট। প্রথম ম্যাচে ব্যাট হাতে নামা লাগেনি মিরাজের। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ব্যাট হাতে নামা হয়নি সে ম্যাচেও। তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পান মিরাজ। আর ক্যারিয়ারের প্রথমবার ওয়ানডেতে ব্যাট হাতে নেমেই করেন ৫১ রান।
নির্বাচকদের আস্থা রেখে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন মিরাজ। এখন পর্যন্ত ৭ টেস্টে ৩১.৮০ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও আছে একটি হাফ-সেঞ্চুরি। অভিষেক সিরিজেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ইংলিশদের বিপক্ষে নিয়েছিলেন ১৯ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার, স্পিনিং অলরাউন্ডার মিরাজ অপেক্ষায় থাকলেন টি-টোয়েন্টি অভিষেকের।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৭
এমআরপি