মঙ্গলবার (৪ এপ্রিল) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের পরই টি-টোয়েন্টিকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৩ বছর বয়সী মাশরাফি। এটিই হবে তার ক্যারিয়ারের শেষ টি-২০ সিরিজ।
মাশরাফির অবসরের সিদ্ধান্ত নাড়া দিয়েছে তার সতীর্থদের। ফেসবুক স্ট্যাটাসে যে যার মতো করে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
মাশরাফির সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম ইংরেজিতে লেখেন, ‘সব মহান জিনিসের শেষ আসবে...এবং সম্ভবত এটাও তার মধ্যে একটি। মাশরাফিকে ছাড়া বাংলাদেশ টিম এটা মনে করা আমাদের প্রত্যেকের জন্যই কঠিন। আমি নিশ্চিত, আমার মতো প্রত্যেকেই আপনার মতো অধিনায়কের অধীনে খেলে গর্বিত। এটা সত্যিই সম্মানের। শুধুমাত্র আপনাকে ধন্যবাদ দিতে চাই খারাপ সময়ে আমাদের সবসময় উজ্জীবিত রাখার জন্য এবং এটা সবার জন্য অনুপ্রেরণাদায়ক। যতটা আমরা বিচলিত, টি-টোয়েন্টির জার্সিতে আপনাকে মিস করবো। ’
আরও পড়ুন... মাথা উঁচু করে মাশরাফির বিদায় চায় বাংলাদেশ যতদিন ফিট থাকবেন ওয়ানডে খেলে যাবেন মাশরাফি
মাশরাফির জন্য ৬ এপ্রিলের দ্বিতীয় ও শেষ ম্যাচটি জিততে চান তামিম ইকবাল। দু’জনের একটি ছবি দিয়ে ইংরেজিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদের অধিনায়ক মাশরাফি ভাইকে নিয়ে আপনি যত বেশিই বলেন কম হয়ে যাবে। তার দখলে হয়তো কোনো ওয়ার্ল্ড রেকর্ড নেই অথবা অন্যান্য দেশের কিংবদন্তিদের মতো ৪০০ বা ৫০০ উইকেট নেই। কিন্তু, এখানে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ ক্রিকেটে তিনি নিজের মতো করে তার চিহ্ন রেখে গেছেন। ’
‘এই পরিবর্তনটা আমরা এখন দেখছি এবং তার নেতৃত্বে চড়ে আসা বাংলাদেশ ক্রিকেট গর্ব করছে। আমার কাছে এটা ওয়ার্ল্ড রেকর্ড বাং ৪০০ উইকেট নেওয়ার মতোই। তিনি উদাহরণ রেখে গেছেন কীভাবে একটি পরিবারের মতো করে ড্রেসিং রুম পরিচালনা করতে হয় এবং একই সময়ে ফলাফল পাওয়া যায়। ’-যোগ করেন তামিম।
দেশসেরা ওপেনার আরও বলেন, ‘ব্যক্তি হিসেবে মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তি! আমি আশা করি যখন আমরা সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবো আপনি মাথা উঁচু করেই টি-২০ ক্যারিয়ার শেষ করতে পারবেন। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইলো। আপনাকে মিস করবো ক্যাপ্টেন!’
মাশরাফিকে ভীষণভাবে মিস করবেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ইংরেজিতে স্ট্যাটাস দিয়েছেন, ‘মাশরাফি ভাই, প্রথমে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চমৎকার সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনাকে আমরা সত্যিই খুব মিস করবো বিশেষ করে আমি। আপনি আমার ভাই, আমার বন্ধু যাকে আমি সবকিছু শেয়ার করতে পারি। আপনি একজন যোদ্ধা, একজন গ্রেট লিডার, অধিনায়ক ও একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। সত্যিই কষ্টা অনুভব করছি কিন্তু এভাবেই আমাদের জীবন চলে!’
‘আপনি আমাদের দেখিয়েছেন কীভাবে পরিবারের মতো করে একটি দলকে গড়ে তুলতে হয়। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোনো সন্দেহ নেই আপনি একজন অসাধারণ খেলোয়াড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ। ম্যাশ আমরা সবাই আপনাকে ভালবাসি। ’ স্ট্যাটাসের শেষে রেস্পেক্ট (সম্মান) লিখে হ্যাশট্যাগ দিয়ে লিজেন্ড শব্দটিও জুড়ে দেন মাহমুদউল্লাহ।
আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে মাশরাফির সঙ্গে একটি মুহূর্তের ছবি দিয়ে বাংলায় স্ট্যাটাস দেন তাসকিন আহমেদ। যা হুবুহু তুলে ধরা হলো, ‘জানিনা আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো..জাতীয় দলের অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আইডল..আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকেও অনেক বেশি কিছু..সব সমস্যার সমাধক হিসেবেও বার বার আপনাকেই জালাবো ১০০% সিওর..ভাইয়া জীবনে যাদেরকে অফুরন্ত ভালবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম..অনেককিছু নেওয়ার বাকি আছে আপনার কাছে থেকে..শিখার আশায় অপেক্ষায় থাকলাম...’
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম