প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটিতে (৪ এপ্রিল) টসের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তার আগেই অবশ্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
মাশরাফির বিদায়ী ম্যাচ দিয়ে সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফিকে শুভকামনা জানান জাতীয় দলের সতীর্থরা। তামিম তার স্ট্যাটাসের একটা অংশে মাশরাফির বিদায়ী ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেন, ‘আমি আশা করি যখন আমরা সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবো আপনি মাথা উঁচু করে টি-২০ ক্যারিয়ার শেষ করতে পারবেন। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইলো। আপনাকে মিস করবো ক্যাপ্টেন!’
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম
আরও পড়ুন...
** যতদিন ফিট থাকবেন ওয়ানডে খেলে যাবেন মাশরাফি
** মাশরাফি বন্দনায় মুশফিক-তামিমরা