এ সময় কোহলি কিনা করেছেন? ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা সাফল্য ছিনিয়ে নিয়েছেন। যেখানে টেস্ট গড় ৭৫, ওয়ানডের গড় ৯২ ও টি-টোয়েন্টর গড় ১০৬।
২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে কোহলির নেতৃত্বে ভারত টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজে ইংল্যান্ডকে হারায়। যেখানে মুম্বাইয়ে চতুর্থ টেস্টে ২৩৫ রান করে তিনি। আর বুথের ভাষায় ‘শচীন টেন্ডুলকারের উত্তরসূরি হিসেবে যোগ্য কোহলি’।
২০০৩ সাল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ডে তৃতীয় ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন ডানহাতি ব্যাটসম্যান কোহলি। এর আগে বিরেন্দ্র শেওয়াগ ২০০৮ ও ২০০৯ সালে দু’বার ও শচীন ২০১০ সালে অ্যাওয়ার্ডটি জিতেছিলেন।
এদিকে প্রতিবারের মতো এবারও উইসডেন পাঁচ জন মর্যাদাপূর্ণ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। যারা ২০১৬-১৭ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এদের মধ্যে দু’জন হলে পাকিস্তানে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ উল হক। এই দু’জনের কল্যাণে ইংলিশদের মাটিতে ২-২ এ টেস্ট সিরিজ ড্র করে পাকিস্তান।
এছাড়া ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস ২০১৬ সালের ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ১৬ টেস্টে ২৬ উইকেট নিয়ে তিনি ইংলিশদের ভরসার নাম হয়েছেন। বুথের লেখা, আন্তর্জাতিক ক্লাস-অল-রাউন্ডার ওকস। আর কাউন্টিতে টোবে রোল্যান্ড-জোনস ও সব ফরম্যাট মিলিয়ে বেন ডাকেট সেরা হয়েছেন।
নারী ক্রিকেটারের মধ্যে অস্ট্রেলিয়ার ইলিয়াস পেরি সেরা হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
এমএমএস