সদ্য শেষ হওয়া দু’দলের চার ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে প্রথমটিতে অভিষেক হয় শাহদাবের। আর অভিষেকেই চার ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেন।
শাহদাব ছাড়াও এখন পর্যন্ত টেস্ট না খেলা উসমান সালাহউদ্দিন, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আসগর সুযোগ পেয়েছেন। এছাড়া দলে ফিরেছেন আহমেদ শেহজাদ ও শান মাসুদ।
গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে বাজে খেলা পাকিস্তান দল থেকে সাতজন ক্রিকেটারকে বাদ পড়তে হয়েছে। এদের মধ্যে শারজিল খান, সোহেল খান, সামি আসলাম, রাহাত আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ ও ইমরান খান দলে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি।
পাকিস্তান স্কোয়াড পরিবর্তন
ইন: আহমেদ শেহজাদ, শাহদাব খান, শান মাসুদ, উসমান সালাউদ্দিন, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।
আউট: শারজিল খান, সোহেল খান, সামি আসলাম, রাহাত আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ইমরান খান।
পাকিস্তান টেস্ট দল: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, শান মাসুদ, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদের (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), উসমান সালাউদ্দিন, ইয়াসির শাহ, শাহদাব খান, মোহাম্মদ আসগর, মোহাম্মদ আমির, ওহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
এমএমএস