দশম আইপিএলের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে যায় গতবারের ফাইনালিস্টরা। রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবারের (৫ এপ্রিল) ম্যাচটিতে ২০৮ রানের টার্গেটে ১৭২-এ থামে কোহলি-ডি ভিলিয়ার্স বিহীন বেঙ্গালুরু।
শনিবার (৮ এপ্রিল) নিজেদের পরবর্তী ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসদের মুখোমুখি হবে বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ডান কাঁধের ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারছেন না বিরাট কোহলি। তার জায়গায় দলের অধিনায়ত্ব পেয়েছেন শেন ওয়াটসন। হওয়ার কথা ছিল ডি ভিলিয়ার্সের।
কিন্তু, ফিটনেস সমস্যায় উদ্বোধনী ম্যাচে ছিটকে যান এ ব্যাটিং জিনিয়াস। এর আগে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মোমেন্টাম কাপের ফাইনাল (৩১ মার্চ) মিস করেন ডি ভিলিয়ার্স। অবশ্য তাকে ছাড়াই ওয়ারিয়র্সকে ২৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে টাইটান্স।
বৃহস্পতিবারের (৬ এপ্রিল) ট্রেনিং সেশন শেষে নিজের ফিটনেস নিয়ে কথা বলেন ডি ভিলিয়ার্স, ‘যদিও আমি মাঠে নামতে মুখিয়ে আছি। শতভাগ ফিটনেস নিশ্চিত করতে চাই। যদি আমি এখন খেলতে নামি তবে ৯০% ফিট থাকবো। সেক্ষেত্রে হয়তো আরো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। এটার কোনো অর্থ হয় না। আমি পিঠের সমস্যা টেস্ট করবো। আমাদের নেট সেশন রয়েছে। আমি কয়েকটি বল হিট করবো। দেখি কেমন অনুভব হয় এবং এরপর আমরা সিদ্ধান্ত নেব। ’
উইকেটকিপিং নিয়ে ডি ভিলিয়ার্সের অভিমত, ‘আমি অবশ্যই উইকেটকিপিং বিবেচনা করবো না। যদি আমি আবারো উইকেটকিপিং শুরু করি পরবর্তী পাঁচ বছর মিস করবো। আমার পিঠের চোট সে অনুমতি দেবে না। ’
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এমআরএম