চলমান আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নেয় রোহিত শর্মার মুম্বাই।
কলকাতার ছুঁড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেটে চার নম্বরে ব্যাট হাতে নামেন রোহিত শর্মা। মু্ম্বাইয়ের দলপতি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দশম ওভারে কলকাতার ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনের বলে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। বিদায় নেওয়ার আগে ৬ বলে মাত্র ২ রান করেন রোহিত শর্মা।
মাঠের আম্পায়ার সিকে নন্দনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রোহিত শর্মা। ফলে, আইপিএলের কোড অব কন্ডাক্টের লেভেল ১ অনুযায়ী অভিযুক্ত হন রোহিত শর্মা। শৃঙ্খলা ভঙ্গ হয় এমন আচরণের জন্য রোহিত শর্মাকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি সুনীল চাতুরভেদি।
এ প্রসঙ্গে আইপিএল গভর্নিংবডি এক বিবৃতিতে জানায়, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি রোহিত শর্মা খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের জন্য আইপিএলের কোড অব কন্ড্রাক্টের লেভেল ১ এর ২.১.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। ’
এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষের জন্য তিরস্কার করা হয়।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাকিবহীন কলকাতা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান তোলে। জবাবে, ১৯.৫ ওভারে ১৮০ রান তোলে ৬ উইকেট হারানো রোহিত শর্মার মুম্বাই।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি