ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ফরমেটের জন্যই তৈরি হচ্ছেন মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
তিন ফরমেটের জন্যই তৈরি হচ্ছেন মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত বছরের অক্টোবরে দেশের মাটিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মেহেদি হাসান মিরাজের। পরে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরেও খেলেছেন শুধুই দুটি টেস্ট ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টির ওই সিরিজে খেলা হয়নি মিরাজের।

তবে তাকে চিনে নিতে ভুল করেননি নির্বাচকরা। টেস্টে দুর্দান্ত পারফর্ম করা মিরাজ সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেই স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে টাইগার দলে ডাক পান এবং আলো ছড়ান।

তিন ফরমেটেই খেলছেন মিরাজ এবং বেশ দাপটের সাথেই। আর একাধারে টেস্ট-ওয়ানডে আর টি-টোয়েন্টিতে খেলে তিনি কোনো চাপ বোধ করছেন না। বরং বেশ উপভোগ করছেন, ‘চাপ বলবো না, বরং আমি উপভোগ করি। আমি চিন্তা করি না যে শুধু টেস্ট প্লেয়ারই হব, ওয়ানডে খেলবো বা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হব। তিন ফরমেটেই খেলবো। যে ফরমেট যেভাবে খেলা দরকার, সেভাবেই খেলবো। আমি সেভাবেই নিজেকে তৈরি করছি। ’

শনিবার (১৫ এপ্রিল) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে গণমাধ্যমকে তিনি একথা জানান।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে তারকা সমৃদ্ধ দল মোহামডানের হয়ে খেলছেন মিরাজ। দলটি তারকা সমৃদ্ধ হলেও মৌসুমের প্রথম ম্যাচেই তাদের মাঠ ছাড়তে হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারের গ্লানি নিয়ে। তবে প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচগুলোতে মিরাজের দল ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন, ‘আমরা প্রথম ম্যাচ হেরেছি, তবে আমাদের সামনের ম্যাচ জয়ে আত্মবিশ্বাস আছে। আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা একটু ভালো খেলে বেশি রান করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। ’

নিজেদের প্রথম ম্যাচে হারের পেছনে দলে তামিম ইকবালের অনুপস্থিতিকেও অন্যতম কারণ হিসেবে দাঁড় করালেন মিরাজ, ‘প্রথম ম্যাচে তামিম ভাই খেলেনি বলে কিছুটা সমস্যা হয়েছিল। আশা করি, সামনের ম্যাচে উনি দলে থাকবেন। আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো। ’

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে আম্পায়ারের সাথে অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় এবারের লিগের প্রথম ম্যাচে ব্যাট হাতে মাঠে নামা হয়নি তামিম ইকবালের।    

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।