একমাত্র তুষার ইমরানের ৪৭ রানের ইনিংসটি বাদ দিলে আর কোন ব্যাটসম্যানই ব্যক্তিগত ৪০ রানের কোঠাও ছুঁতে পারেননি। ফলে ১৮৪ রানেই গুটিয়ে গেছে কলাবাগানের ইনিংস।
তবে লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই ঘুড়ে দাঁড়াতে চাইছেন কলাবাগান অধিনায়ক। ১৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মোহামেডানকে হারিয়ে লিগে ঘুড়ে দাঁড়াতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন আশরাফুল।
সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা ছন্দে ফিরলে কাজটি কঠিন হবে না বলেও তিনি বিশ্বাস করেন, ‘আমাদের যে দল তাতে আমরা যদি ২৩০-২৪০ করতে পারি তাহলে যে কোনো বড় দলের সাথে লড়তে পারবো। কারণ আমাদের বোলিং ইউনিট খুবই ভাল। তাই মোহামেডানের সাথেও পারা যাবে। কেননা আমাদের প্লেয়াররা সবাই পারফর্মার। তুষার ভাই (তুষার ইমরান) দারুণ খেলছে। মেহরাব জুনিয়র, মাসাকাদজা, মোক্তার আলী, আবুল হোসেন রাজু খুবই ভাল। আমি বিশ্বাস করি মোহামেডানের সাথে আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো। ’
রোববার (১৬ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এমন প্রত্যয়ের কথা জানান মোহাম্মদ আশরাফুল।
প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাট হাতে তিনি জ্বলে উঠতে পারেননি। ফিরেছেন মাত্র ৬ রানে। তবে এই ম্যাচে তার ব্যাট ঠিকই জ্বলে উঠবে বলে মনে করছেন এই কলাবাগান দলপতি। ‘প্রথম ম্যাচে আমার এবং আমার দলের আরও ভাল করা উচিৎ ছিল। দ্বিতীয় ম্যাচে চেষ্টা করবো ভাল একটা ইনিংস খেলতে। একটা বড় ইনিংস খেলতে পারলে নিজের লাভ হবে দলেরও হবে। ’
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৭
এইচএল/এমএমএস