ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাটের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্যটা ৩ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা। রোহিত শর্মা ৪০ (২৯ বল) ও হার্দিক পান্ডে ৬ রানে অপরাজিত থাকেন।
কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৯। অর্ধশতক হাঁকান নিতিশ রানা (৩৬ বলে ৫৩)। ওপেনার জস বাটলার করেন ২৬। অ্যান্ড্রু টাই দু’টি ও একটি করে উইকেট নেন প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল।
এর আগে টস জিতে ভিজিটরদের ব্যাটিংয়ে পাঠান মুম্বাই দলপতি রোহিত। নির্ধারিত ওভার শেষে তারা চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রান তোলে। ঝড়ো ইনিংস উপহার দেন ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম (৪৪ বলে ৬৪)। অধিনায়ক সুরেশ রায়না ২৮ রান করে আউট হন। ২৬ বলে ৪৮ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক।
দু’টি উইকেট লাভ করেন মিচেল ম্যাকক্লেনাগান। একটি করে নেন হরভজন সিং ও লাসিথ মালিঙ্গা। ম্যাককালামের উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন লঙ্কান পেস তারকা। মালিঙ্গার চার ওভারে আসে ৫১!
আট দলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসা মুম্বাইয়ের সংগ্রহ পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮। মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এক ম্যাচ কম খেলা গুজরাট। দ্বিতীয় স্থানে নেমে গেছে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচে তিন জয়ে কলকাতার পয়েন্ট ৬।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এমআরএম