দলটির হয়ে লিগের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন নাইম ইসলামও। ১১৩ বলে ৭টি চার ও ১টি ছ’য়ের মারে তিনি লিগের প্রথম শতকের দেখা পান।
অথচ সোমবার (১৭ এপ্রিল) বিকেএসপির চার নাম্বার মাঠে শুরুটা ভাল করতে পারেনি দুই রুপগঞ্জ ওপেনার সায়েম আলম ও হাসানুজ্জামান। শেখ জামাল পেসার শাহাদাত হোসেনের বলে দলীয় ১৩ রানেই তারা প্যাভিলনে ফিরেছেন।
দুই ওপেনারের বিদায়ে দল যখন কিছুটা ব্যাকফুটে তখন তৃতীয় উইকেটে নাইম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক।
আর ব্যাটে নেমেই দারুণ দায়িত্বশীলতার পরিচয় দেন এই দলপতি। শেখ জামাল বোলারদের প্রতিটি বলই নিপুন কৌশলে খেলে তুলে নিয়েছেন লিগের এবারের মৌসুমের প্রথম শতক।
অবশ্য ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট হাতে থাকতে পারেননি এই রুপগঞ্জ দলপতি। ১৩৪ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আব্দুর রাজ্জাকের বলে ফিরেছেন রাসেল আল মামুনের হাতে ক্যাচ দিয়ে। এই রান সংগ্রহ করতে মুশফিকের ব্যাট থেকে আসে ১৪টি চার ও ১টি ছ’য়ের মার।
বাংলাদেশ সমং: ১২৩৪ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস