১৪টি চার ও একটি ছক্কায় মুশফিক খেলেছেন ব্যক্তিগত ১৩৪ রানের ইনিংস। আর ৭টি চার ও ১টি ছ’য়ে নাইমের সংগ্রহ ১০৩ রান।
সোমবার (১৭ এপ্রিল) বিকেএসপির চার নাম্বার মাঠে শুরুটা ভালো করতে পারেনি রুপগঞ্জ ওপেনার সায়েম আলম ও হাসানুজ্জামান। শেখ জামালের পেসার শাহাদাত হোসেনের বলে দলীয় ১৩ রানেই তারা প্যাভিলিওনে ফিরেন।
দুই ওপেনারের বিদায়ে দল যখন কিছুটা ব্যাকফুটে তখন তৃতীয় উইকেটে নাইম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। আর তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রুপগঞ্জ।
শেখ জামালের হয়ে বল হাতে শাহাদাত হোসেন ও আব্দুর রাজ্জাক নিয়েছেন ২টি করে উইকেট। বাকি ১টি উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস