ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বছরের জন্য এইচপিতে অস্ট্রেলিয়ান কোচ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
তিন বছরের জন্য এইচপিতে অস্ট্রেলিয়ান কোচ ছবি: সংগৃহীত

গত বছরের ধারাবাহিকতায় এ বছরেরও জুনে ২২ জন প্লেয়ার নিয়ে হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে টাইগার হাই পারফরমেন্স (এইচপি) দলের ক্যাম্প। তিন বছরের জন্য টাইগার এইচপি দলের কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমট।

বাংলাদেশ হাই পারফরমেন্স দলের সাথে যোগ দিতে গত বছরই তার আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তিনি আসেননি।

তবে এ বছর ক্যাম্প শুরুর সাথে সাথেই তাকে দলের সাথে পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।
 
এইচপি ক্যাম্প ও সাইমন হেলমটের বিষয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিস্তারিত জানাতে গিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি আগামী জুনে গত বছরের মতোই ২২ জন প্লেয়ার নিয়ে এইচপি কর্মসূচি শুরু হবে এবং গত বছরের মতোই আপনারা বিশেষজ্ঞ কোচ দেখতে পাবেন। ইতোমধ্যেই সাইমন হেলমট প্রধান কোচ হিসেবে এইচপি কার্যক্রমের সাথে কাজ করবেন বলে জানিয়েছেন। ’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করছি তিনি যথাসময়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগদান করবেন এবং আমরা আমাদের পরিকল্পনানুযায়ী কাজ করবো। তার সাথে আমাদের তিন বছরের চুক্তি আছে। এটা শুরু হয়েছে গত বছর যা আরও দুই বছর বলবৎ থাকবে। ’

এদিকে বাংলাদেশ ‘এ’ দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবছর নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের কথাও জানিয়েছেন সিইও সুজন। তিনি জানান, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে। ওদের ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। আমরা আশা করছি এবছরই সফরটা হবে। আমরাও আগামী বছর সেখানে একটি সফরের পরিকল্পনা করছি। ’

অজি কোচ সাইমন হেলমট বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।