২০১৫ সালের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মালিঙ্গা। হাঁটুর ইনজুরিতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে একটা শঙ্কা ছিল।
এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ও বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলেন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ পেসার। বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন মালিঙ্গা।
দলে ফেরা ম্যাথিউস ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজ, অস্ট্রেলিয়া সফর ও সবশেষ বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ মিস করেন। ২০১৬ সালের জানুয়ারির পর ওয়ানডের বাইরে থাকা চামারা কাপুগেদারা দলে সুযোগে পেয়েছেন।
স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন দিলরুয়ান পেরেরা ও দানুস্কা গুনাথিলাকা। অন্যদিকে ভিকুম সঞ্জায়া, লাহিরু কুমারা, সাচিথ পাথিরানা, মিলিন্ডা সিরিবর্ধনে ও আকিলা ধনাঞ্জয়াকে স্ট্যান্ডবাই তালিকায় বদলি খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
আগামী ৩ জুন লন্ডনের কেনিংটন ওভালে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বাকি দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।
শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা (সহ-অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদারা, আসিলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, সিকুজে প্রসন্ন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এমআরএম