স্কোর: ওয়েস্ট ইন্ডিজ - ২৮৬ ও ১৫২
পাকিস্তান - ৪০৭ ও ৩৬/৩ (১০.৫ ওভার)
১২১ রানে পিছিয়ে থাকা ও. ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার কাইরন পাওয়েল।
পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩২ রানের মামুলি লক্ষ্য দাঁড়ায়। এটি টপকাতেই তিনটি উইকেটের পতন ঘটে। জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হন ইউনিস খান (৬)। পরে তিন বলে দুই ছক্কায় ১২ রানে অপরাজিত থেকে বাবর আজমকে (৯ অপ.) উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মিসবাহ উল হক। উইকেট তিনটি নেন শ্যানন গ্যাব্রিয়েল, অালজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু।
বার্বাডোসে আগামী ৩০ এপ্রিল (রোববার) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। সিরিজ বাঁচাতে জেসন হোল্ডারদের হার এড়ানোর বিকল্প নেই। অন্যদিকে, পাকিস্তানের সামনে সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি!
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমআরএম