বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে পারটেক্স ৩০.৫ ওভারে মাত্র ১০২ রান তুলেই অলআউট হয়। জবাবে, ১৭.৫ ওভারে তিন উইকেট হারিযে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স।
পারটেক্সের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন তিনজন। আইপিএলের আসরে গুজরাট লায়ন্স, পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়েলসের হয়ে খেলা হিমাচলের ব্যাটসম্যান পরশ দোগরা ১২ রান করে বিদায় নেন। সাজ্জাদুল হক ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন। আর ১০ রান করেন নুরুজ্জামান মাসুম।
ব্রাদার্সের হয়ে নিহাদুজ্জামান ৮.৫ ওভারে দুই মেডেন সহ মাত্র ২১ রান খরচায় চারটি উইকেট তুলে নেন। কামরুল ইসলাম এবং নাঈম হাসান দুটি করে উইকেট পান। অলোক কাপালি, মোহাম্মদ সাদ্দাম একটি করে উইকেট নেন।
১০৩ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকী ২০ আর মিজানুর রহমান ৩৩ রানে বিদায় নেন। মাইশুকুর রহমান ৫ রানে বিদায় নিলেও ৩৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ফরহাদ হোসেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নিহাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি