ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আফ্রিদি আমাদের দলের প্লাস পয়েন্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
‘আফ্রিদি আমাদের দলের প্লাস পয়েন্ট’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি বিপিএলের গেল আসরে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এবারের আসরে নাম লিখিয়েছেন ডাকা ডায়নামাইটসে। কিন্তু টুর্নামেন্টে এখনো তার মাঠে নামা হয়নি। হবেই বা কী করে? পাকিস্তান থেকে উড়ে আজই এসেছেন ঢাকায়।

ডায়নামাইটস টিম ম্যানেজমেন্ট আশা করছে ১১ নভেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের ঢাকা পর্ব দিয়ে তিনি এবারের বিপিএল শুরু করবেন।

আর তিনি দলে যোগ দিলেই নাকি সাকিবের ঢাকা আরও ভারসাম্যপূর্ণ হবে।

শুধু তাই না ডায়নামাইটসে তার উপস্থিতি নাকি দলটির জন্য প্লাস পয়েন্টও বটে। কথাগুলো বলেছেন ঢাকা ডায়নামাইটসে আফ্রিদির সতীর্থ মোসাদ্দেক হোসেন সৈকত, ‘আফ্রিদির মতো প্লেয়ার আসলে আমাদের দলে আরও বেশি ভারসাম্যপূর্ণ হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ’

মোসাদ্দেক হোসেন সৈকতবুধবার (৮ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি সংবাদ মাধ্যমকে একথা জানান।

নিশ্চয়ই ভুল বলেননি সৈকত। কেননা বিশ্ব ক্রিকেটে শহীদ আফ্রিদি এমনই এক নাম যার তুলনা তিনি নিজেই। বিগত দুই দশকে তার বিধ্বংসী ব্যাটে তুলোধুনো হননি এমন বোলার কমই খুঁজে পাওয়া যাবে। চার ছক্কা হাঁকাতে তিনি এতটাই পারঙ্গম যে তার বিশেষন দেয়া হয়েছে ‘বুম বুম’।  হতে পারে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

কিন্তু তারপরেও বিশ্বের ঘরোয়া টি-টোয়েন্টির আসরগুলোতে এখনও তিনিই অন্যতম বড় স্পন্সর। সেই আফ্রিদি ডাইনামাইটস শিবিরে যোগ দিলে দল হিসেবে তারা আরও চাঙ্গা হয়ে উঠবে এবং শিরোপা লড়াইয়ে আরও প্রাণবন্ত খেলা উপহার দিবে এমন ভাবনা নিশ্চয়ই অমূলক নয়।

বিপিএলের গেল আসরের শিরোপাজয়ী ঢাকা ডিনামাইটস এবারের আসরের শুরুতেই ধাক্বা খেয়েছে। প্রথম ম্যাচে নাসিরের সিলেট সিক্সার্সের কাছে উড়ে গেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। তবে আশার কথা হলো পরের ম্যাচ দিয়েই স্বরুপে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে পেয়েছে ৬৫ রানের দুর্দান্ত এক জয়।

জয়ের এমন ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও ঢাকা ধরে রাখবে বলে বিশ্বাস মোসাদ্দেকের, ‘আসলে দল হিসেবে আমরা দুর্দান্ত। প্রথম ম্যাচটা বাজে গেছে। তো পরের ম্যাচে চ্যাম্পিয়নের মতোই ফিরেছি এটাও সবাই দেখেছে। আমাদের দল এখন পুরোপুরি ফর্মে আছে। আমরা সামনের ম্যাচগুলোও জিততে পারবো। ’

১১ নভেম্বর (শনিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে নামছে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ৮ নভেম্বর, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।