ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বল্প সংগ্রহেই লড়বে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
স্বল্প সংগ্রহেই লড়বে রংপুর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব শেষে ঢাকায় শুরু হয়েছে চার-ছক্কার আসরটি। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৩৪ রান।

মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১১ নভেম্বর) দুপুর একটায় মাঠে নামে দু’দল। ড্যারেন স্যামির অনুপস্থিতিতে রাজশাহীকে নেতৃত্ব দেন আইকন মুশফিকুর রহিম।

রংপুরের ওপেনিংয়ে নামেন জনসন চার্লস এবং অ্যাডাম লিথ। দু’জনই বিদায় নেন খুব দ্রুত। চার্লস ২ আর লিথ ৪ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ১৫ বলে করেন ১৮ রান। ৪ রান করে আউট হন থিসারা পেরেরা।

রংপুরের বিদেশি তারকা রবি বোপারা ৫১ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৫৪ রান। শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে আসে ২৩ রান। তার ৩১ বলের ইনিংসে মাত্র দুটি বাউন্ডারির মার ছিল। জিয়াউর রহমান ১০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

রাজশাহীর স্পিনার মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে ১৯ রান খরচায় তুলে নেন একটি উইকেট। ফরহাদ রেজা ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ২টি উইকেট। পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে উইকেট পাননি। কেরসিক উইলিয়ামস ৪ ওভারে ৩৪ রান খরচ করে নেন একটি উইকেট। জেমস ফ্রাঙ্কলিন ৩ ওভারে ১৪ রান দিয়ে নেন ১টি উইকেট। নিহাদুজ্জামান এক ওভার বল করে ৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।

সিলেট পর্বে রংপুর ও রাজশাহী আরও একবার মুখোমুখি হয়েছিল। আর সে ম্যাচে দুর্দান্ত খেলে ছয় উইকেটের জয় তুলে নেয় মাশরাফি-নাফিস-বোপারারা। কিন্তু চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে বসে মাশরাফিরা। অন্যদিকে সিলেটে দুই ম্যাচ খেলে কোনোটিতেই জয় পায়নি রাজশাহী। টুর্নামেন্টে সাত দলের মধ্যে ড্যারেন স্যামি-মুশফিকদের অবস্থান সবার শেষে।

রংপুর রাইডার্স: জনসন চার্লস, অ্যাডাম লিথ, জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, শাহরিয়ার নাফিস, থিসারা পেরেরা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, লাসিথ মালিঙ্গা, নাজমুল ইসলাম।

রাজশাহী কিংস: লেন্ডল সিমন্স, মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক), নিহাদুজ্জামান, জেমস ফ্রাঙ্কলিন, ম্যালকম ওয়ালার, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।