ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহেকে মিস করবেন নান্নু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
হাথুরুসিংহেকে মিস করবেন নান্নু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শেন জার্গেনসেনের বিদায়ের পর ২০১৪ সালের মে মাসে চন্ডিকা হাথুরুসিংহে যখন বাংলাদেশ ক্রিকেটের হেড কোচের দায়িত্ব নেন, তখন টাইগারদের নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। এর দুই বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনে।

প্রথমবারের মতো নির্বাচক কমিটির সদস্য সংখ্যা তিনের পরিবর্তে পাঁচে উন্নীত করা হয়। সেই কমিটিরই প্রধান নির্বাচক হন নান্নু।

আর নতুন পদ্ধতির এই নির্বাচক কমিটি মেনে নিতে না পারায় তখন পদত্যাগ করেন সে সময়কার প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকর্মী হিসেবে নান্নু এবং হাথুরুসিংহে লম্বা একটি সময় পার করেছেন। টাইগারদের উন্নতিতে দু’জনই একাট্টা হয়ে কাজ করেছেন। হাথুরু’র অধীনে টাইগারদের দুর্দান্ত সাফল্যও তিনি খুব কাছে থেকেই দেখেছেন।

কিন্তু আচানক হেড কোচের পদ থেকে হাথুরুসিংহে সরে যাওয়ায় তার সঙ্গে আর কাজের সুযোগ পাচ্ছেন না নান্নু। তাই প্রায় চার বছরের এই সহকর্মীকে আগামী দিনগুলোতে মিস করবেন বলে জানালেন এই টাইগার প্রধান নির্বাচক, ‘অবশ্যই তাকে মিস করবো। ওর সময়ে আমাদের ভালো দিন গেছে। সুতরাং তাকে তো মিস করবোই। ’

সোমবার (১৩ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি একথা বলেন।

নান্নু এসময় কথা বলেন বিপিএলের চলতি আসরে ৫ বিদেশি প্লেয়ার খেলানোর প্রসঙ্গেও। তিনি খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন বিপিএলে প্রতি দলে ৫ বিদেশি প্লেয়ার খেলায় দেশি প্লেয়াররা একাদশে খুব কমই সুযোগ পাচ্ছেন। আবার যারা পাচ্ছেন তারা পারফর্ম করতে পারছেন না। কেননা নিজেদের জায়গায় তারা কেউই খেলার সুযোগ পাচ্ছেন না।

তাছাড়া দলে জায়গা করে নিতে প্রতিটি দেশি প্লেয়ারকেই হাড়ভাঙা পরিশ্রম করতে হচ্ছে সে বিষয়টিও তার চোখ এড়িয়ে যায়নি, ‘যেহেতু সব দলেরই সম্মুখভাগে বিদেশিরা খেলছে, সেহেতু দেশি খেলোয়াড়দের জন্য পারফর্ম করা কষ্টকর। তাদের খুব পরিশ্রম করতে হচ্ছে। ’

তবে নান্নুর বিশ্বাস সমস্যাটি এতটা প্রকট হতো না যদি বিপিএলে একটি দল বেশি খেলতো, ‘এই ব্যাপারটা কমতো, যদি আরেকটা দল থাকতো। দল কম থাকায় চাপটা চলে আসছে। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।