ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে সিলেট-খুলনা ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বৃষ্টিতে সিলেট-খুলনা ম্যাচ পরিত্যক্ত ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের ১৫তম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বুধবারের (১৫ নভেম্বর) প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সকে।

মেঘাচ্ছন্ন আবহাওয়া, হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, লাইভ সম্প্রচারে আলোকস্বল্পতা সব মিলিয়ে খেলা শুরু হতে বিলম্ব হয়। বৃষ্টি বাগড়ায় সিলেট-খুলনা দুপুর ১টার ম্যাচটি আর আলোর মুখ দেখেনি।

প্রতিকূল আবহাওয়ায় সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ নিয়েও শঙ্কা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিপিএলের কোনো ম্যাচ নেই। পরদিন দুপুর ২টায় রাজশাহী কিংসকে মোকাবিলা করবে নাসির-সাব্বিরের সিলেট। সন্ধ্যা ৭টায় চিটাগংয়ের বিপক্ষে মাঠে নামবে খুলনা।

মাহমুদউল্লাহ রিয়াদের খুলনার কাছেই সিক্সার্সের ছন্দপতন শুরু। আজকের ম্যাচটি ছিল দু’দলের জন্য জয়ে ফেরার চ্যালেঞ্জ। কিন্তু বৃষ্টি বাধায় মাঠের লড়াইয়ে নামা হলো না।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমসিলেট পর্বে টানা তিন ম্যাচ জিতে হোম ভেন্যুর শেষ খেলায় ৬ উইকেটে হারের স্বাদ পায় স্বাগতিক শিবির। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে (৪ নভেম্বর) হেরে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কাছে ধরাশায়ী হওয়ার পর ৮ নভেম্বরের ম্যাচটি দিয়েই প্রথম জয় তুলে নেয় খুলনা।

টানা দুই ম্যাচ হেরে নিজেদের ফিরে পাওয়ার লড়াই সিলেটের। ঢাকা পর্বের প্রথম দিনে (১১ নভেম্বর) সাকিবের ঢাকার কাছে (৮ উইকেটে) তারা স্রেফ উড়ে যায়। অন্যদিকে, টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানো খুলনা সবশেষ ম্যাচে ঢাকার কাছেই হার মানে।

পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা ডায়নামাইটসকে টপকে শীর্ষে ফিরেছে সিলেট সিক্সার্স। ৬ ম্যাচে (৩ জয়, ২ হার) তাদের সংগ্রহ ৭। দুই ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ৪ ম্যাচে ৬ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাঁচ ম্যাচে খুলনা টাইটান্সের সংগ্রহ ৫। অবস্থান চতুর্থ।

তলানির তিন দল রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের অর্জন এক ম্যাচ জিতে ২ পয়েন্ট। তিনটি ম্যাচ খেলেছে মাশরাফির রংপুর। অন্য দু’দল চারটি করে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।