ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধারাভাষ্যকার হয়ে ফিরছেন নেহেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ধারাভাষ্যকার হয়ে ফিরছেন নেহেরা ছবি:সংগৃহীত

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু ক্রিকেটের বাইরে যাচ্ছেন না ভারতীয় সাবেক পেসার আশিস নেহেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত ১ নভেম্বর টি-২০ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

এরই মধ্যে নতুন করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। তবে সেটা ক্রিকেটার হিসেব নয়, ধারাভাষ্যকর হিসেবে।

আজ (১৬ নভেম্বর) ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট দিয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হবে নেহেরার।

ধারাভাষ্যের প্যানেলে নেহেরাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় জাতীয় দল ও দিল্লির দলে তার এক সময়ের সতীর্থ বিরেন্দ্র শেওয়াগ। টুইট করে ভারতীয় শেওয়াগ লিখেন, ‘কমেন্ট্রিতে নেহরাজিকে যেন ভাল করে স্বাগত জানানো হয়। আপনারাও নেহরাজিকে স্বাগত জানান। ’

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।