ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ঝড় তুলতে চলে এসেছেন গেইল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ঢাকায় ঝড় তুলতে চলে এসেছেন গেইল ছবি: সংগৃহীত

চলমান বিপিএলের আসরে রংপুর রাইডার্সের হয়ে অংশ নিতে দলে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং ব্লাস্ট ব্র্যান্ডন ম্যাককালাম, শ্রীলঙ্কান কুশল পেরেরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জয়ের লড়াইয়ে অংশ নিতে রংপুর শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা এসে নিজ দলের সঙ্গে যোগ দেন ম্যাককালাম। তার আগেই আসেন পেরেরা।

বুধবার অনুশীলনে যোগ দেন রংপুরের কিউই ব্যাটিং টর্নেডো ম্যাককালাম। কাগজে-কলমে শক্তিশালী দলই গড়েছে রংপুর রাইডার্স। কিন্তু, প্রথম ম্যাচ জয়ের পর পরের দুই ম্যাচে বাজে হার চিন্তার ভাঁজ ফেলেছে রংপুর রাইডার্স শিবিরে। ভক্ত-সমর্থকদের বিশ্বাস গেইল, ম্যাককালাম ম্যাচ খেলতে নামলে হিসেব পাল্টে যাবে।

গেইল বৃহস্পতিবার আসলেও বিশ্রামেই কাটাবেন বলে জানানো হয় রংপুরের মিডিয়া থেকে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে নামবেন তিনি। বিপিএলের নিয়মিত মুখ গেইল। তবে, ম্যাককালাম প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন। ক্রিকেটের জমজমাট আসরে গেইল-ম্যাককালাম একসঙ্গে জুটি বেঁধেছেন আইপিএলের একটি মাত্র মৌসুমে। রংপুর রাইডার্স আবারও একই সুতোয় গেঁথেছে তাদের।

ছবি: সংগৃহীতসন্দেহ নেই ম্যাককালাম-গেইল যোগ দেয়ায় রংপুর রাইডার্সের শক্তির জায়গাটি আরও বেড়েছে। ১৮ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আগামী ম্যাচে মাঠে দেখা যেতে পারে ক্যারিবীয়-কিউই এই ব্যাটিং দানবদের।

এরই মধ্যে তিন ম্যাচের দুটিতে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ওপেনিং জুটিতেই ভুগছে দলটি। নিজেদের প্রথম ম্যাচে জনসন চার্লস-অ্যাডাম লিথ ওপেনিংয়ে তুলেছিলেন ১ রান। দ্বিতীয় ম্যাচে জনসন চার্লস-জিয়াউর রহমান তুলেছিলেন ২ রান। আর সবশেষ ম্যাচে (তৃতীয় ম্যাচ) জনসন চার্লস-অ্যাডাম লিথ তুলেছিলেন ৩ রান। তবে, গেইল-ম্যাককালাম-পেরেরা যোগ দেওয়ায় নিঃসন্দেহে এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হতে যাচ্ছে রংপুর। ওপেনিং জুটির সমস্যা সমাধান করতে আগেই গেইল-ম্যাককালামকে নিয়ে আসে মাশরাফির দল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।