ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘টার্গেট ছিল হয় হিট করবো, না হয় ডাবল নেব’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
‘টার্গেট ছিল হয় হিট করবো, না হয় ডাবল নেব’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেষ ৩ ওভারে খুলনার প্রয়োজন ছিল ৩৬। উইকেট বাকি ছিল দুটি। হাত ফসকে বেড়িয়ে যাওয়া ম্যাচ জিতেছে খুলনা, সেটিও আবার ৪ বল ও ২ উইকেট হাতে রেখে। ম্যাচ জয়ের অন্যতম নায়ক আট নম্বরে নামা আরিফুল হক।

অসাধারণ ব্যাটিং করে ৪টি চার ও ২ ছক্কায় ১৯ বলে আরিফুল করেন অপরাজিত ৪৩ রান। ১৮তম ওভারে রাজশাহীর হোসেন আলির বলে তুলে নেন ১৮ রান।

ম্যাচ শেষে আরিফুল জানালেন, ওই ওভারটিই মূল টার্গেট ছিল তার।

সংবাদ সম্মেলনে আরিফুল বলেন, ‘হোসেন আলির ওই ওভারটা আমি টার্গেট করেছিলাম। কারণ এরপর আবার বিদেশি বোলার আসবে। বুঝতে পারছিলাম হোসেন চেষ্টা করবে ব্লকে বল করার। আর আমার টার্গেট ছিল হয় হিট করবো, না হয় দুই রান নেব। এই আর কি, সফল হয়ে গেছি আমি। 'আমার বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারি খেলাটা, তাহলে আমরা জিতবো। ’

এমন অসাধারণ পারফরম্যান্সের ফলও পেয়েছেন আরিফুল। ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএবারের বিপিএলে দারুণ ধারাবাহিক আরিফুল। আগের ম্যাচটিতেই ২৫ বলে তিন ছক্কায় ৩৪ রান করেছিলেন। এর আগে আরেক ম্যাচে ২৫ বলে চারটি ছক্কা হাঁকিয়ে ৪০ রান করেছিলেন। তার সর্বশেষ চারটি ইনিংস হলো ৪৩*, ৩৪, ৪* ও ৪০।

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও তার। ২০১৫ সালের মার্চে জাতীয় লিগে ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরের হয়ে ৬ চার, ১২ ছক্কায় ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন আরিফুল হক।

সংবাদ সম্মেলনে আরিফুল আরও যোগ করেন, ‘ব্যাটিংয়ের সময় অন্য পাশে জুনাইদ খান ভাই ছিলেন, তিনি অনেক সাহায্য করেছেন। আরেকটা ব্যাপার, ফিল্ডার যখন অনেক বাইরে থাকে, মিস হিট হলেও দুই রান হওয়ার সুযোগ থাকে। এ জন্য আমাদের সমন্বয়টাও ভালো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।