ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে উজ্জ্বল আবু হায়দার-আবু জায়েদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিপিএলে উজ্জ্বল আবু হায়দার-আবু জায়েদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সিলেটের পর ঢাকায় প্রথম পর্ব শেষ। এবার বিপিএলের তৃতীয় ভেন্যু চট্টগ্রামে চার-ছক্কার টি-২০ ক্রিকেট উপভোগ করবেন দর্শকরা। ২৪টি ম্যাচ হয়ে গেছে। ব্যাটিংয়ে বিদেশিদের দাপট থাকলেও বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি আবু জায়েদের। এবারের বিপিএল আসরে দারুণ বোলিং করছেন খুলনা টাইটান্সের হয়ে।

৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসার।

আরেক প্রতিভাবান পেসার আবু হায়দার রনি ডায়নামাইটসের জার্সিতে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন। ৭ ম্যাচ ১১টি উইকেট নিয়েছেন পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ২১ বছর বয়সী এই বাঁহাতি বোলার।

আছেন তালিকার তিনে। রনির টিমমেট পাকিস্তান আইকন শহীদ আফ্রিদি সমান ১১টি উইকেট দখল করেছেন চার ম্যাচ খেলে। শীর্ষ পাঁচ বোলারের মধ্যে চারজনই ঢাকার।  শীর্ষে  কুমিল্লা, তলানিতে চিটাগং

সাত ম্যাচে ১০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা পর্ব-১ এর সবশেষ ম্যাচেই (২১ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে) নিয়েছেন পাঁচ উইকেট। ৬ ম্যাচে ৮ উইকেটে পাঁচে ওয়েস্ট ইন্ডিজ সেনসেশন সুনীল নারাইন। সমান ৮টি উইকেট পেয়েছেন সিলেট সিক্সার্সের আবুল হাসান।

রংপুর রাইডার্স দলপতি মাশরাফি বিন মর্তুজা, সতীর্থ থিসারা পেরেরা, সিলেট সিক্সার্সের লিয়াম প্লাঙ্কেট, চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ প্রত্যেকেই ৭টি করে উইকেট লাভ করেছেন।

বিপিএলের পঞ্চম এডিশনে এখনো সেঞ্চুরির দেখা পাননি কেউ। ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে ঢাকার ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। সাত ম্যাচ খেলে দুই ফিফটিতে রান ২৩৯। ব্যাটিং গড় ৩৯.৮৩। স্ট্রাইক রেট ১৫৪.১৯।

রংপুরের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ৬ ম্যাচে ২১৯ রান নিয়ে দুইয়ে অবস্থান করছেন। সেরা তিনের আরেক বিদেশি সিলেট সিক্সার্সের শ্রীলঙ্কান তারকা উপুল থারাঙ্গা (৬ ম্যাচে ২০৭)।

চার নম্বরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস। ৬ ম্যাচ শেষে তার ব্যাট থেকে এসেছে ২০১। বাংলাদেশ দলের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে খুলনা টাইটান্সকে সামনে থেকে নেতৃত্ব দিছেন। সমান ম্যাচে ১৮৯ রান করেছেন।

সেরা দশের বাকি পাঁচজন যথাক্রমে খুলনার রাইলি রুশো (৬ ম্যাচে ১৭০), রংপুরের মোহাম্মদ মিথুন (৬ ম্যাচে ১৬৫), সিলেটের আন্দ্রে ফ্লেচার (৬ ম্যাচে ১৬৩), রাজশাহী কিংসের মুমিনুল হক (৭ ম্যাচে ১৬১), কুমিল্লার জস বাটলার (৬ ম্যাচে ১৫৬)।

দু’দিন বিরতির পর খুলনা-রংপুর ম্যাচ দিয়ে জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা উঠবে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় খেলা শুরু হবে। একইদিন সন্ধ্যা ৭টার ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে মোকাবিলা করবে সিলেট সিক্সার্স।

চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ শেষে আবারো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরবে বিপিএল উত্তেজনা। যার শেষটা হবে ১২ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিপিএলের নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম আসরের পর্দা উঠে। আটটি ম্যাচ আয়োজিত হয় সিলেটে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।