ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারানো আত্মবিশ্বাসের খোঁজে ঢাকা ডায়নামাইটস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
হারানো আত্মবিশ্বাসের খোঁজে ঢাকা ডায়নামাইটস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে সিলেটের কাছে হারের পর টানা চারটি ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দাপট দেখাচ্ছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। কিন্তু হঠাৎই যেন বর্তমান চ্যাম্পিয়নদের ছন্দপতন!

২০ নভেম্বর মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে হেরে গেল। হারের সেই ধারাবাহিকতা বজায় থাকলো ২১ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষেও।

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে মাশরাফির নিপুণ অধিনায়কত্বে ৩ রানে হেরে বসলো সাকিব আল হাসান ও তার দল। টানা চার জয়ে উড়তে থাকা ডায়নামাইটস চলে গেছে ব্যাকফুটে। যা দলীয় আত্মবিশ্বাসে দারুণ ধাক্কা দিয়েছে বলে মনে করেন ব্যাটসম্যান জহুরুল ইসলাম।

‘আত্মবিশ্বাসে ধাক্কা তো লাগবেই। কারণ ক্লোজ ম্যাচ আপনি জিতে গেলে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আবার একই ম্যাচ আপনি হেরে গেলে মনে হবে ম্যাচের অনেক কিছুই ভুল। এটা ফলাফলের উপরেই নির্ভর করে। আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলাম এখন আমরা সেখানে নেই। ’

তবে হাল ছাড়তে চাইছেন না এই ডায়নামাইটস ব্যাটসম্যান। চট্টগ্রাম পর্ব দিয়েই আবার ফিরতে চান জয়ের ধারায়। আর এই ক্ষেত্রে তাকে আশার আলো দেখাচ্ছেন এভিন লুইস, কুমার সাঙ্গাকরা, কাইরন পোলার্ড ও শহীদ আফ্রিদির মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট সতীর্থরা।  

‘সামনে আমাদের আরও চারটা ম্যাচ আছে। চার ম্যাচ হিসাব করলে হবে না। পরের ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিততে হবে। তারপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ। আমাদের দলে যারা আছে তারা টি-টোয়েন্টিতে অনেক বেশি ম্যাচ খেলেছে। তাদের ক্যারিয়ার অনেক সমৃদ্ধ। এখন বিষয় হচ্ছে আত্মবিশ্বাসে। তারা যদি পরের ম্যাচে ভালো খেলে আত্মবিশ্বাস নিয়ে আসতে পারে তাহলে তার পরের ম্যাচে কুমিল্লাকেও হারাতে পারবো। আবার আগের জায়গায় ফিরে আসবো। ’

আগামী সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে চিটাগং ভাইকিংসকে মোকাবিলা করবে ঢাকা ডায়নামাইটস।  

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ৯ পয়েন্ট নিয়ে তামিমদের ঘাড়ে ওপর নিশ্বাঃস ফেলছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ৮ ম্যাচে তাদের জয় ধরা দিয়েছে ৪টিতে। হার ৩টিতে। বাকি ম্যাচটি ভেষে গেছে বৃষ্টিতে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।