ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিলারের পর সাইফুদ্দিনকে পেটালেন স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
মিলারের পর সাইফুদ্দিনকে পেটালেন স্যামি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ক’দিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগিতক ব্যাটসম্যান ডেভিড মিলার সাইফুদ্দিনের এক ওভার থেকে তুলে নিয়েছিলেন ৩১ রান। এবার দিয়েছেন ৩২ রান।

‘কিলার মিলার’ সাইফুদ্দিনের করা শেষ ওভারে ৫টি ছক্কা আর শেষ বলে ১ রান নিয়ে করেন ৩১ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে খরুচে ওভারের তালিকার তিন নম্বর।

সেই ম্যাচে তার বোলিং পরিসংখ্যান ছিল ৪ ওভারে ৫৩ রান দিয়ে ২ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরমেটে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান দিয়েছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ৩২ রান দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল, আফগানিস্তানের ইজাতুল্লাহ আর ভারতের স্টুয়ার্ট বিন্নি। আন্তর্জাতিক ক্রিকেটে সাইফুদ্দিনের ৩১ রান তাই তিন নম্বরে।

এবারে সাইফুদ্দিন পিটুনি খেয়েছেন রাজশাহী কিংসের দলপতি এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার বিশ্বকাপ শিরোপা জেতা অধিনায়ক ড্যারেন স্যামির কাছে। শেষ ওভারে বোলিংয়ে আসার আগে সাইফুদ্দিন ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। দারুণ পারফর্মে এবারের বিপিএল আসর মাতানো এই তরুণ তারকা শেষ ওভারে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন।

সাইফুদ্দিনের শেষ ওভারের প্রথম বলেই ৪ মারেন স্যামি। পরের বলে ছক্কা হাঁকান ক্যারিবীয়ান অলরাউন্ডার। তৃতীয় বলে ডাবল নেন। চতুর্থ বলে স্যামি আবারো ছক্কা হাঁকান। পরের বলটি ওয়াইড হলে পঞ্চম বলটি আবারো সীমানার ওপর দিয়ে বাইরে পাঠান স্যামি। শেষ বলের আগের বলটি সাইফুদ্দিন ওয়াইড করেন। শেষ বলে আরেকটি ছক্কা হজম করেন।

শেষ ওভারে ৩২ রান দিয়ে বিপিএলের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান খরচ করেন সাইফুদ্দিন। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৫০-৩। শেষ ওভারটির ফিগার দাঁড়ায় ৪, ৬, ২, ৬, অতিরিক্ত, ৬, অতিরিক্ত, ৬। ২০১৩ সালে চারটি ছক্কায় সিলেট রয়্যালসের নাজমুল হোসেন মিলনের ওভার থেকে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ক্রিস গেইল নিয়েছিলেন ২৯ রান। এত দিন সেটাই ছিল বিপিএলের সবচেয়ে খরুচে ওভার।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।