ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন সেঞ্চুরি, এক ডাবল সেঞ্চুরি, রান পাহাড়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
তিন সেঞ্চুরি, এক ডাবল সেঞ্চুরি, রান পাহাড়ে ভারত ছবি: সংগৃহীত

নাগপুরে দ্বিতীয় টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে রানের নিচে চাপা পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামা লঙ্কানরা ৩৮৪ রানে পিছিয়ে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১ রান তুলেছে দিনেশ চান্দিমালের দলটি।

ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় সফরকারী শ্রীলঙ্কা। জবাবে, ৬ উইকেট হারিয়ে ৬১০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত।

দলের হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার মুরালি বিজয়, চেতশ্বর পুজারা আর রোহিত শর্মা। ডাবল সেঞ্চুরি হাঁকান দলপতি বিরাট কোহলি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইশান্ত শর্মার করা ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন লঙ্কান ওপেনার সাদিরা। করুনারত্নে ১১ আর থিরিমান্নে ৯ রানে অপরাজিত আছেন।

১০৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। চেতশ্বর পুজারা আর মুরালি বিজয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের ওপেনার লোকেশ রাহুল ব্যক্তিগত ৭ রান করে বিদায় নেন। বিজয় ২২১ বলে ১১টি চার আর একটি ছক্কায় করেন ১২৮ রান। ৩৬২ বলে ১৪টি বাউন্ডারিতে ১৪৩ রান করে ফেরেন পুজারা। ২৬৭ বলে ১৭টি চার আর দুটি ছক্কায় ২১৩ রান করে বিদায় নেন কোহলি। ২ রান করেন আজিঙ্কা রাহানে। অশ্বিন ৫ রান করেন। ১৬০ বলে আটটি চার আর একটি ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। কোহলির এটি পঞ্চম ডাবল সেঞ্চুরি।

আরও পড়ুন ‘অধিনায়ক’ কোহলি সবাইকে টপকে গেলেন

.এর আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার সাদিরা সামারা ১৩ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার দিমুথ করুনারত্নে করেন ৫১ রান। এক পঞ্জিকাবর্ষে এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করা এই ওপেনার ১৪৭ বল খেলে ছয়টি বাউন্ডারিতে তার ইনিংসটি সাজান। তিন নম্বরে নামা লাহিরু থিরিমান্নে ৯ রানে সাজঘরে ফেরেন।

অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাট থেকে আসে ১০ রান। হাফ-সেঞ্চুরির দেখা পান দলপতি দিনেশ চান্দিমাল। ১২২ বলে চারটি চার আর একটি ছক্কায় তিনি করেন ৫৭ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা ২৪ রানে বিদায় নেন। এছাড়া, দাসুন শানাকা ২, দিলরুয়ান পেরেরা ১৫, রঙ্গনা হেরাথ ৪, সুরাঙ্গা লাকমল ১৭ রান করেন।

ভারতীয় পেসার ইশান্ত শর্মা তিনটি উইকেট দখল করেন। রবীচন্দ্রন অশ্বিন চারটি আর রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।