ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-গেইলদের জিততে চাই ১৭৪

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
মাশরাফি-গেইলদের জিততে চাই ১৭৪ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে টানা পাঁচ ম্যাচ হারা নাসির হোসেনের সিলেট সিক্সার্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেট ১৭৩ রান তুলেছে।

সিলেট-ঢাকা পর্বের পর চিটাগংয়ে দারুণ ফর্মে রংপুর। শিরোপায় চোখ রাখা গেইল-মালিঙ্গা-ম্যাককালামরা টেবিলের চার নম্বরে অবস্থান করছে।

৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে মাশরাফির দল চার নম্বরে থাকলেও এক ম্যাচ বেশি খেলা নাসির-সাব্বিরদের সিলেট ৭ পয়েন্ট নিয়ে রংপুরের ঠিক নিচে অবস্থান করছে।

ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার নুরুল হাসান সোহান ব্যক্তিগত ৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ফেরেন ২৬ রান করে। তিন নম্বরে নামা সিলেটের দলপতি নাসির হোসেন ৪ রান করে দ্রুতই ফেরেন। টপঅর্ডারের এই তিন ব্যাটসম্যনকেই ফিরিয়ে দেন রংপুরের স্পিনার নাজমুল ইসলাম। পরে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকেও রান আউট করেন নাজমুল।

বাবর আউট হওয়ার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। তার ৩৭ বলের ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কার মার। সিলেটের আইকন সাব্বির রহমান ৩৭ বলে করেন ৪৪ রান। মাশরাফির দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তিনি ৫টি বাউন্ডারি হাঁকান। রস হোয়াইটলি ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। টিম ব্রেসনান ৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।  

রংপুরের স্পিনার নাজমুল ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সামিউল্লাহ সেনওয়ারি ৪ ওভারে ২৮ রান খরচায় কোনো উইকেট পাননি। দলপতি মাশরাফি ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে নেন ১ উইকেট। টাইগার পেসার রুবেল হোসেন ২ ওভারে ২৬ রানের বিনিময়ে উইকেট পাননি। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ৪ ওভারে ৪৫ রান দিয়েও কোনো উইকেট পাননি। ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ২ ওভারে ১৫ রানের বিনিময়ে উইকেট শূন্য থাকেন।

চলমান আসরের ৩১তম ম্যাচে রংপুর-সিলেট মুখোমুখি হলেও দিনের দ্বিতীয় বা ৩২তম ম্যাচটিকে ধরা হচ্ছে মঙ্গলবারের (২৮ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স এবং তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩২তম ম্যাচটিকে হাইভোল্টেজ বলার কারণ, এই ম্যাচ জিতলেই নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করবে মাহমুদুল্লাহর খুলনা। অপরদিকে, তামিমের কুমিল্লা জিতলে সাকিবের ঢাকাকে টপকে টেবিলের দুইয়ে অবস্থান করবে। ৯ ম্যাচ খেলে খুলনার সংগ্রহ সর্বোচ্চ ১৩ পয়েন্ট। আর ৭ ম্যাচ খেলা কুমিল্লা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।

খুলনা-কুমিল্লার মাঝামাঝি দুইয়ে জায়গা করে নেওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব-আফ্রিদি-পোলার্ড-আমির-লুইস-সাঙ্গাকারাদের ঢাকা ডায়নামাইটস ৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ১১ পয়েন্ট। কুমিল্লা-রংপুর-সিলেটের পর টেবিলের শেষ দুই স্থানে রাজশাহী কিংস এবং চিটাগং ভাইকিংস।

৯ ম্যাচে মোস্তাফিজ-মুশফিক-স্যামি-সামিদের রাজশাহীর পয়েন্ট ৬, অবস্থান ছয়ে। আর সৌম্য-তাসকিন-বিজয়দের চিটাগং ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত দলের টেবিলে সাত নম্বরে। প্রতিটি দল পরের রাউন্ডে উঠার আগে ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সে অর্থে এক প্রকার বাদের তালিকায় চলে গেছে রাজশাহী-চিটাগং। চারে থাকা রংপুরকে হারাতে পারলে পাঁচ নম্বরে থাকা সিলেটের সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।