ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনাকে উড়িয়ে সাকিবদের টপকালো কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
খুলনাকে উড়িয়ে সাকিবদের টপকালো কুমিল্লা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী খুলনা টাইটান্সকে উড়িয়ে জয়ে ফিরলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ১১২ রানের লক্ষ্যটা ৩৭ বল ও ৯ উইকেট হাতে রেখে টপকে গেছে তামিম ইকবালের দল। দাপুটে পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। হারলেও শেষ চার নিশ্চিতই থাকলো খুলনার।

পুরো ম্যাচে কেউই ছক্কা হাঁকাতে পারেননি। বিপিএলে এটি রেকর্ডও বটে।

ঝড়ো ব্যাটিংয়ে ১২টি চারের সাহায্যে অধিনায়ক তামিম ইকবাল ৬৪ (৪২ বল) ও ইমরুল কায়েস ২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। লিটন দাসের ব্যাট থেকে আসে ২১। তামিমের সঙ্গে তার ৬৪ রানের ওপেনিং জুটি থামে অষ্টম ওভারে। কাইল অ্যাবটের বলে আরিফুল হকের হাতে ধরা পড়েন লিটন।

টানা চার ম্যাচ পর হারের স্বাদ পেল মাহমুদউল্লাহর খুলনা। অন্যদিকে টানা পাঁচ জয়ের পর এক ম্যাচের বিরতিতে চেনা ছন্দে ফিরেছে ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা।

একদিনের ব্যবধানে খুলনাকে রীতিমতো মাটিতে নামালো কুমিল্লা। রাজশাহী কিংসের বিপক্ষে সোমবারের (২৭ নভেম্বর) ম্যাচে বিপিএলের এবারের আসরে ইনিংসে সর্বোচ্চ ২১৩ রানের রেকর্ড গড়ে টাইটান্স। তারাই আজকের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের শিকার। ১৯.২ ওভারে ১১১ রানেই অলআউট।

ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার বোলারদের বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পতনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে খুলনা।

এক পর্যায়ে ৭৯ রানে ৮ উইকেট হারিয়ে একশ’র নিচে অলআউট হওয়ার শঙ্কায় ভোগে টাইটান্স শিবির। ২৩ রানের জুটিতে দলীয় স্কোর তিন অঙ্ক পার করান কাইল অ্যাবট ও শফিউল ইসলাম। দু’জনই ১৬ রান করে আউট হন। ৪ বল বাকি থাকতে খুলনার ইনিংসের সমাপ্তি ঘটে। ১ বলে ৪ রান করে অপরাজিত থেকে যান আবু জায়েদ।

মাহমুদউল্লাহ ১৪, আরিফুল হক ২৪ ও কার্লোস ব্রাথওয়েট ১৩ রানে সাজঘরে ফেরেন। আর কেউই দুই অঙ্কের দেখা পানননি। তিনটি করে উইকেট শিকার করেন শোয়েব মালিক ও আল আমিন হোসেন। মেহেদী হাসান, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন ও ডোয়াইন ব্রাভো নেন একটি করে।

সবচেয়ে কম ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ হারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ১২। ১ পয়েন্ট পিছিয়ে ৯ ম্যাচ খেলা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। বাজেভাবে ম্যাচ হেরে গেলেও ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন খুলনা টাইটান্সের। ৯ ম্যাচে ১০ পয়েন্টে চতুর্থ অবস্থানে রংপুর রাইডার্স।

ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমটুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ জেতার পর টানা হারের বৃত্তে সিলেট সিক্সার্স। ১০ ম্যাচের ৬টিতে হারের বিপরীতে বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তাদের পুঁজি ৭। সমান ৯ ম্যাচে ৬ পয়েন্টে ছয়ে রাজশাহী কিংস ও ৫ পয়েন্টে তলানিতে চিটাগং ভাইকিংস। সাত দলের রাউন্ড রবিন পর্বে প্রত্যেকে ১২টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চারটি টিম যাবে পরের রাউন্ডে।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম পর্বের শেষ দিনে দুপুর ১টায় মাঠে নামবে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। সন্ধ্যা ৬টার হাইভোল্টেজ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ২ ডিসেম্বর রংপুর-কুমিল্লা ম্যাচ দিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিরবে বিপিএলের পঞ্চম এডিশনের উত্তেজনা। যার শেষটা হবে ১২ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।