ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ বাঁচানোর ম্যাচে হেরাথবিহীন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সিরিজ বাঁচানোর ম্যাচে হেরাথবিহীন শ্রীলঙ্কা রঙ্গনা হেরাথ ও বিরাট কোহলি / ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে টেস্ট সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে অভিজ্ঞ রঙ্গনা হেরাথকে ছাড়াই নামতে হবে শ্রীলঙ্কাকে। পিঠের ইনজুরির কারণে ছিটকে গেছেন ৩৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

৮৭ টেস্টে ৪০৬ উইকেটে মালিক হেরাথের জায়গায় দিল্লি টেস্টে সাদা পোশাকে অভিষিক্ত হতে পারেন ১১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলা লেগস্পিনার জেফরি ভান্ডারসে।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় শনিবার (২ ডিসেম্বর) থেকে শুরু তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

১-০ তে এগিয়ে ট্রফিতে চোখ রাখছে টিম ইন্ডিয়া। কলকাতা টেস্ট ড্রয়ের পর নাগপুরে সফরকারীদের ইনিংস ও ২৩৯ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবায় বিরাট কোহলির দল।

কলকাতায় পেস সহায়ক পিচে উইকেটশূন্য ছিলেন হেরাথ। তবে ব্যাট হাতে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রথম ইনিংসে দলকে ১২২ রানের মূল্যবান লিড এনে দিয়েছিলেন।

নাগপুরেও স্পিন ঘূর্ণি দেখাতে পারেননি হেরাথ। ভারতীয় স্পিনাররা যেখানে ১৩টি উইকেট দখল করেছেন সেখানে ৩৯ ওভারে ১১ মেডেনে ৮১ রানের বিনিময়ে মাত্র একটি উইকেটের দেখা পান তিনি। একবার ব্যাটিং করেই চার সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।