ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উদযাপন রহস্য ‘লুকালেন’ অনিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
উদযাপন রহস্য ‘লুকালেন’ অনিক ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: উইকেট পেলেই দু-হাত উপরে তুলে একটা নাচ। জহুর আহমেদের ২২ গজে তার প্রদর্শনী চললো চারবার। এই উদযাপন রাজশাহী কিংসের কাজি অনিকের। চিটাগং ভাইকিংস উড়ে গেছে যার বোলিং তোপে।

সংবাদ সম্মেলনে কাজি অনিকের কাছে এমন উদযাপন জন্মের রহস্যটা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমার অনূর্ধ্ব-১৯ এর এক টিমমেটের। সবজায়গায় এভাবেই উদযাপন করি।

বিশেষ করে হাই টুর্নামেন্টেগুলোতে। হংকংয়ে সিক্সসে সাইড খেলতে গিয়ে তো পুরো দলই এই একটাই উদযাপন করেছি। ’

এই টিমমেটের নামটা কি বলা যাবে? এমন প্রশ্নে মুখে হাসি নিয়ে এই নতুন তারকার জবাব-‘টিমমেটের নামটা না বলি। ’ তার এমন অনুরোধে অবশ্য কেউ আর নামটা জানতে চায়নি।

প্রথম ম্যাচে নেমেই বাজিমাত। স্লোয়ার, বাউন্সারে কাঁপিয়েছেন চিটাগং ভাইকিংসকে। বলতে গেলে তার বোলিংয়ের রহস্য ছেদ করতে পারেননি এনামুল হক, স্টুয়ার্ট ভেন জেলরা। উদযাপনটা কার কাছ থেকে ধার করা সেই রহস্যও যেনো শুধু নিজের কাছেই রাখলেন অনূর্ধ্ব উনিশ টিমের এই বাহাতি তারকা।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৭
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।