ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীকে উড়িয়ে শেষ চারে সাকিবের ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
রাজশাহীকে উড়িয়ে শেষ চারে সাকিবের ঢাকা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী কিংসকে বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে তৃতীয় দল হিসেবে বিপিএলের শেষ চার নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। ২০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে ১০৬-এ থামে মুশফিকদের ইনিংস।

৯৯ রানের দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে খুলনা টাইটান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিবের ঢাকা। রাউন্ড রবিন পর্বে আর এক ম্যাচ বাকি বর্তমান চ্যাম্পিয়নদের।

১১ ম্যাচে সাত জয় ও তিন হারে তাদের সংগ্রহ ১৩ (বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচ থেকে ১ পয়েন্ট)। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে এক ম্যাচ কম খেলা খুলনা।

ম্যাচ হেরে রাজশাহীর শেষ চারের সম্ভাবনাটা আরও ক্ষীণ হয়ে পড়লো। রংপুর রাইডার্সকে ছোঁয়ার সুযোগ ছিল তাদের। শনিবারের (২ ডিসেম্বর) প্রথম ম্যাচে রংপুরকে ৯৭ রানে (এবারের আসরে সর্বনিম্ন) অলআউট করেও শেষ ওভারে গিয়ে চার উইকেটের কষ্টার্জিত জয় পায় শীর্ষস্থানধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১০ ম্যাচে ১৬)। আজই চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরে ফেরে বিপিএল উত্তেজনা।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমপাঁচ নম্বরে থাকা রাজশাহীর পয়েন্ট ১১ ম্যাচে ৮। ২ পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থানে এক ম্যাচ কম খেলা মাশরাফির রংপুর। ১০ ম্যাচে ৭ পয়েন্টে রাজশাহীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিলেট সিক্সার্স।

৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমানকে (৭) বোল্ড করে রাজশাহীর ইনিংসের সমাপ্তি টানা মোসাদ্দেক হোসেন ৩.৩ ওভারে ৯ রানে নেন দুই উইকেট লাভ করেন। এক ওভারে ৩ রান দিয়ে দু’বার উইকেট উদযাপনে মাতেন সাদমান ইসলাম। তিন ওভারে ৩৭ রানের খরুচে বোলিংয়ে এক উইকেট নেন শহীদ অাফ্রিদি। অন্যটি কাইরন পোলার্ডের।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাওয়ায় এ ম্যাচে ড্যারেন স্যামিকে ছাড়াই মাঠে নামে রাজশাহী কিংস। অধিনায়কের অনুপস্থিতিতে লজ্জাজনকই পরাজয়ই সঙ্গী হলো। সাকিবদের বোলিং তোপে ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামে।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমসর্বোচ্চ ২৮ রান করেন সামিত প্যাটেল। মুমিনুল হক ১৯ ও মেহেদি হাসান মিরাজ ১৬ রানে আউট হন। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। অধিনায়ক মুশফিকুর রহিমকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ‘গোল্ডেন ডাক’ উপহার দেন সাকিব।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ক্যারিবিয়ান সুনীল নারাইন ও কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২০৫ রান তোলে ডায়নামাইটস।

ওপেনিং জুটিতে আসে ১২৯ (১৩.১ ওভার)। ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন নারাইন। ইংল্যান্ডের জো ডেনলি ৫৪ বলে ৫৩ রান করেন। শেষ ওভারে আউট হওয়ার আগে পোলার্ডের ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৩। ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন সাকিব। শহীদ আফ্রিদি করেন ৭ বলে ১৪।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএ নিয়ে টুর্নামেন্টে দু’বারের দেখাতেই আগে ব্যাট করে দুইশ’ ছাড়ানো সংগ্রহ পেল ঢাকা। গত ১৮ নভেম্বরের ম্যাচটিতে ২০২ রান তাড়া করতে নেমে ৬৮ রানে হারের লজ্জায় ডুবেছিল রাজশাহী। দ্বিতীয় সাক্ষাতে সেটিও ছাড়িয়ে গেল!

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।