ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত বধে প্রোটিয়াদের শক্তিশালী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
ভারত বধে প্রোটিয়াদের শক্তিশালী দল ছবি:সংগৃহীত

নতুন বছরের শুরুর দিকেই ক্রিকেট সূচিতে ব্যস্ত হয়ে পড়ছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দলটি। এরই লক্ষ্যে পূর্ণ শক্তির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

এ সিরিজে ফের অধিনায়ক হিসেবে ফিরছেন ফাফ ডু প্লেসিস। জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ভাইরাল ইনফ্যাকশনের কারণে তার পরিবর্তে এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়কত্ব দেওয়া হয়।

একই ম্যাচে অসুস্থতার কারণে না খেলতে পারা অভিজ্ঞ ফাস্ট বোলার ডেল স্টেইনও স্কোয়াডে রয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কুইন্টন ডি কক। তবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তার ওপরই নির্বাচকরা আস্থা রেখেছেন। তবে দীর্ঘ দিন পরে দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস মরিস। তার পরিবর্তে বাদ পড়েছেন। পেসার ডুয়ানে অলিভিয়েরা।

আগামী ৫ জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে দু’দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশভ মাহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিল ফেলুকওয়ায়ো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।